সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল গত ১৮ মার্চ সন্ধ্যায় ঢেমশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, সালাম পেয়ারজান ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সুফিয়ান। প্রধান মেহমান ছিলেন শিক্ষানুরাগী আবুল বাশার আবু। বিশেষ অতিথি ছিলেন ইছামতী মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মুসলেম উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন ছিলেন, বাংলাদেশের গর্বিত সন্তান আল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বের ১ম স্থন অধিকারী হাফেজ নাজমুস সাকিব। সাতকানিয়া বায়তুল সালামম জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে এতে বিশেষ বক্তা ছিলেন আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল মারুফ, আগ্রাবাদ মুহুরীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হাকিম জেহাদী, কেরানীহাট জামিউল উলুম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হক আনসারী, হেলাল উদ্দীন জেহাদী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, ইউপি সদস্য মোহাম্মদ রমজান আলী। ক্বেরাত পরিবেশন করেন খতিব মাওলানা আবু ছালেহ।
সভায় প্রধান অতিথি বলেন, ধর্মীয় অনুশাসন ও রীতি-নীতি সঠিকভাবে পালনের মাধ্যমে আমাদেরকে মানবিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। ইসলাম সবসময় শান্তি, সমপ্রতি ও ভ্রাতৃত্ববন্ধনে ভূমিকা রাখে। তিনি সকলকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।