হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ছয়

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয় ব্যক্তি আহত হয়েছে। গতকাল সোমবার সকালে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকসা ও চাঁদের গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের প্রিয়ামণি (১৬), একই ইউনিয়নের মমতাজ (২০), মাহিয়া (৭)কে গুরুতর আহত হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আবুল কালাম ( ৫৫), মো. সোহরব (২৫) ও রাহেদ পারভেজ (২৮)।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকায় একটি চাঁদের গাড়ি বাইপাস সড়ক থেকে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকসা ( সিএনজি) কে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়।
উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপরোক্ত তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচিত্রা চৌধুরী ও তানবির বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয় ব্যক্তিকে আনা হয়েছে। তিনজনের আঘাত গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গহিরা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ কামরুল আজম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআব্দুস ছমদ সওদাগর
পরবর্তী নিবন্ধআর্থিক দুর্দশায় শ্রীলঙ্কা, কাগজ সংকটে স্কুলের পরীক্ষাও বন্ধ