আজ সোমবার (২১ মার্চ) দুপুরে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, তাদের মধ্যে ৫৭ জন নারী এবং অন্যরা পুরুষ ও শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
সাগরপথে ‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে’ তাদের কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ট্রলার থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রফিকুল ইসলাম বলেন, “সোনাদিয়া দ্বীপের বিভিন্ন স্থানে বেশকিছু রোহিঙ্গা নাগরিককে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্বীপটির বিভিন্ন স্থান থেকে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে।”
তিনি বলেন, “উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ‘সক্রিয় একটি দালাল চক্র’ সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলে। সোমবার ভোররাতে তাদের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয়।”
রফিকুল ইসলাম আরও জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কক্সবাজার সদরে পৌঁছানোর পর উখিয়ার কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তারপর তাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত দেওয়ার ব্যবস্থা হবে।












