দক্ষিণ আফ্রিকা সফরে থাকা সাকিব আল হাসানের মা এবং তিন সন্তান সহ পাঁচজন এখন হাসপাতালে।
সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে আছেন এভারকেয়ার হাসপাতালে। আগের দুদিন অচেতন ছিলেন সাকিবের মা শিরিন আক্তার। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররামেরও শরীর ভালো নয়। ভাবা হচ্ছে তাদের নিউমোনিয়া হয়েছে। তারা দুজনও এভারকেয়ার হাসপাতালে।
সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত। তাকেও একই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া সাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে। এখন স্ত্রী শিশিরই একমাত্র সুস্থ।
তিনিই সবার দেখভাল করে যাচ্ছেন। এমতাবস্থায় সাকিবের চলতি দক্ষিণ আফ্রিকা সফর পড়ে গেছে অনিশ্চয়তায় যদিও এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ সমর্থন পাচ্ছেন সাকিব।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “পারিবারিক বিষয়ে আমাদের বাধা দেওয়ার প্রশ্নই আসে না। সাকিব চাইলে দেশে চলে আসতে পারবে।”
তিনি জানান, যতদূর সম্ভব দক্ষিণ আফ্রিকায় পুরো সফরটিই শেষ করতে চান সাকিব। দেশের পরিস্থিতি যদি সামাল দেওয়ার অবস্থায় থাকে তাহলে এখন ফিরবেন না সাকিব। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তখন অন্য সিদ্ধান্ত নেবেন তিনি।
জালাল ইউনুস জানান, সাকিবের সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে পরিবারের অবস্থা যদি দক্ষিণ আফ্রিকা থেকে সামাল দেওয়ার মতো থাকে তাহলে পুরো সফরই করবে। অনাকাঙ্খিত কোনো পরিস্থিতি তৈরি হলে তখন অন্য কিছু চিন্তা করবে সাকিব।