প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ফ্যামেলি কার্ডের মাধ্যমে গতকাল রবিবার নগর ও জেলা-উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২০নং দেওয়ান বাজার ওয়ার্ড : ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে টিসিবি কর্তৃক স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্বোধন করা হয়েছে। ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল হারুন, এরশাদ মোমেন মিন্টু, মো. গিয়াস উদ্দিন, মো. জহির মো. খোরশেদ, পরিমল দত্ত, মো. শহীদ, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, এহসানুল করিম মাসুম, মো. জুয়েল, ইসতিয়াক আজিজ প্রমুখ।
লালখান বাজার ওয়ার্ড : লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের ব্যবস্থাপনায় নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টাইগারপাস এলাকাবাসীর নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ উল্লাহ মারুফ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ডা. আবুল খায়ের, ইসমাইল কোম্পানী, শেখ মহিউদ্দিন বাবু, মজিবুর রহমান, শেখ তাছলিমা, কুলসুম মজুমদার, মোছাম্মৎ তারা, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রানা, জাকির হোসেন, আবদুল হালিম রুবেল, খালেদুজ্জামান বাবু, সালাউদ্দিন লাভলু, এম.এস অলি, আরিফুর রহমান সজীব, মঈনুদ্দিন আজমী প্রমুখ।
চকরিয়ায় : চকরিয়া প্রতিনিধি জানান, গতকাল রবিবার চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এ সময় টিসিবির এই পণ্য নিতে দীর্ঘ লাইন পড়ে যায় বিদ্যালয় মাঠে। একইভাবে টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে সাহারবিল ইউনিয়ন পরিষদ মাঠে। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইনকে সাথে নিয়ে ইউএনও জেপি দেওয়ান টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের সূচনা করেন।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হযেছে। রোববার প্রথম দিন পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের উপকারভোগীরা ভাওয়ানিমিল গেইট এলাকায় এবং পোমরা ইউনিয়নের তিনটি স্পটে ১০২৪ জনের কাছে এই পণ্য বিক্রি করা হয়। এদিন সকালে পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, জসিম উদ্দিন শাহ, মারুফা বেগম, যুবলীগ নেতা এহসান হাবিব প্রমুখ।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রমজান উপলক্ষে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যকম সকাল থেকে রাঙামাটিতে শুরু হয়েছে। রবিবার রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। রাঙামাটি জেলায় ৮৭ হাজার ৩৪০টি নিম্ন আয়ের কার্ডধারী পরিবার পাচ্ছে কম মূল্যে টিসিবির পণ্যসামগ্রী।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে ফ্যামেলি কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত টিসিবি পণ্যে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বান্দরবান শহরের রাজারমাঠে সরকার ঘোষিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী এটিএম কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১৬নং চকবাজার ওয়ার্ড : নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর নূর মোস্তফা টিনুর উদ্যোগে রেশন কার্ডের মাধ্যমে রবিবার টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কাপাসগোলাস্থ পুরাতন ওয়ার্ড কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন চসিক কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। রেশন কার্ডের মাধ্যমে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জু, পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতি মো. ইউসুফ শরীফ, ইউনিট আওয়ামী লীগের সভাপতি সেলিমুর রহমান, সাইফুল ইসলাম রুবেল, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ইভান, ছোটন মিত্র প্রমুখ।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, সারা দেশের ন্যায় মীরসরাইয়েও দেড় হাজার পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার একযোগে উপজেলা মীরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও সাহেরখালী ইউনিয়নের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মিনহাজুুর রহমান জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ শুরু হয়েছে। কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে ৪৬০ টাকা মূল্যে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হয়। সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়ন, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, সাহেরখালী ইউনিয়নের চেয়্যারম্যান কামরুল হায়দার চৌধুরী প্রমুখ।












