নগর বিএনপির ৩১ নেতাকর্মীর সঙ্গে স্কাইপে সংলাপে অংশ নিবেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল ৫ টায় রাজধানীর দলীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি এ সংলাপে যোগ দিবেন চট্টগ্রামের নেতারা। এদিকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ পাওয়া নেতৃবৃন্দের মধ্যে নগর বিএনপির বর্তমান কমিটির সদস্য সংখ্যা মাত্র ১৯। বাকি ১২ জনের বেশিরভাগ দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে নিষ্কৃয়। তাদের কারো কারো বিরুদ্ধে দলের ‘শৃঙ্খলাপরিপন্থী’ কাজে জড়িত থাকারও অভিযোগ আছে। এরপরও তাদের আমন্ত্রণ জানানোয় অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলে। হতাশা প্রকাশ করেছেন বর্তমান কমিটির বাদ পড়া নেতাকর্মীরা। ক্ষোভ প্রকাশ করেছেন পূর্বের কমিটি থাকা অনেক নেতাকর্মীও। উল্লেখ্য, নগর বিএনপির বর্তমান কমিটির আকার ৩৯ সদস্যর। এর মধ্যে একজন মারা গেছেন। ওই হিসেবে আমন্ত্রণ পাননি ১৯ জন। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে কয়েকজন যুগ্ম আহবায়কও রয়েছেন। এদিকে আজকের স্কাইপে সংলাপের বিষয়টি নিশ্চিত করে যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম দৈনিক আজাদীকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে নগর বিএনপির পথচলার শুভ সূচনা হবে। এদিকে গুঞ্জন উঠেছে, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আমন্ত্রিতদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। তবে আমন্ত্রণ না পেলেও বর্তমান কমিটির বাদ পড়াদের মধ্যে সক্রিয়দের অর্ন্তভুক্ত করা হতে পারে। আবার কেউ কেউ বলছেন, নতুনভাবে আমন্ত্রণ পাওয়া ১২ জনকে নগরের বিভিন্ন থানার দায়িত্ব দেয়া হতে পারে। এর মধ্য দিয়ে নিষ্কৃয় কর্মীদের সক্রিয় করার কৌশল নিয়েছেন বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান।












