দুদকের মামলায় হেফাজত নেতা ইজাহারের কারাদণ্ড

আজাদী অনলাইন | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ১:৩৭ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন, দুদক কর্তৃক দায়ের করা মামলায় আজ রোববার (২০ মার্চ) এই রায় দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ।

সম্পদের হিসাব না দেওয়ায় মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। আদালতের রায় নিয়ে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, দুদকের আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির। এছাড়া তিনি চট্টগ্রামের লালখান বাজারের স্বনামধন্য আল জামেয়াতুল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ। তার উপস্থিতিতেই আদালত আজ রোববার এই রায় ঘোষণা করেছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে হবে স্থায়ী নির্বাচন অফিস : সিইসি আওয়াল
পরবর্তী নিবন্ধসদরঘাট থানা ছাত্রলীগের সভা