বঙ্গবন্ধু টানেল চালু হলে নতুন শহরের পরিচিতি পাবে আনোয়ারা

রায়পুরে ছদর আলী জামে মসজিদের উদ্বোধনে ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর বাজার সংলগ্ন সদর আলী জামে মসজিদের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ব্যক্তিগত অনুদানে নির্মিত এ মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন করেন তিনি।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে বিগত দুই বছর পুরো বিশ্বের জন জীবনে দুর্যোগ নেমে আসে। এ মহামারির কারণে বিশ্বে লাখ-লাখ মানুষের অকাল মৃত্যু ঘটেছে। আর মহান আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্য্য ও সাহসের সাথে কঠিন এ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়। শুধু তাই নয়, জননেত্রী শেখ হাসিনা চরম দুর্যোগের মাঝেও দেশের উন্নয়ন শক্ত হাতে পরিচালনা করে বিশ্বে নজির স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আনোয়ারা কর্ণফুলীও উন্নয়নের রোল মডেল। এখানে বাস্তবায়ন হচ্ছে সরকারের এক গুচ্ছ বড় মেগা প্রকল্পের কাজ। বঙ্গবন্ধু টানেল চালু হলে আনোয়ারা বিশ্বের দরবারে এক নতুন শহর হিসেবে পরিচিতি লাভ করবে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এসএম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমীন শরিফ, সাবেক চেয়ারম্যান জানে আলম, এড.ইমরান হোসেন বাবু, আবদুল করিম, মো. নুরুল আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড ঢাকায়
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে হবে স্থায়ী নির্বাচন অফিস : সিইসি আওয়াল