ফটিকছড়িতে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু জাফর নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে পাইন্দং ইউপির হাফেজনগর যুগীনিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর হারুয়ালছড়ি বড়বিল নয়াহাট এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার পুত্র। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ রুপগঞ্জের বাসিন্দা। জানা যায়, নিহত জাফর ভূজপুর কাজিরহাট থেকে মোটরসাইকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। যুগীনিঘাটা ব্রিজের দক্ষিণ পাশে গেলে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনা স্থলেই নিহত হন।












