তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি আটকাতে তাইওয়ান বিষয়ে তাদের ভেবে-চিন্তে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। চীনের প্রেসিডেন্ট শি শুক্রবার এক ভিডিও কলে বাইডেনকে বলেন, যুক্তরাষ্ট্রের কেউ কেউ তাইওয়ানের স্বাধীনতাপন্থি বাহিনীকে ভুল সংকেত পাঠাচ্ছে এবং সেটা খুবই বিপদজনক। খবর বিডিনিউজের।
যদি তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালিত না হয় তবে তা দুই দেশের সম্পর্কের উপর তা বিধ্বংসী প্রভাব ফেলবে। চীনের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলোর একটি তাইওয়ান। তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন তা মানে না। বরং চীন তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যেটা পুনরায় এক হবে। এই এক হওয়ার প্রক্রিয়ায় প্রয়োজন পড়লে বলপ্রয়োগের হুঁশিয়ারিও বহুদিন আগেই উচ্চারণ করে রেখেছে চীন। চীন বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান সব থেকে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ইস্যু। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা আন্তর্জাতিকভাবে তাইওয়ানের সব থেকে বড় সমর্থক এবং অস্ত্রের যোগানদাতা দেশ। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করলে তাইওয়ানের জন্যও একই ভবিষ্যৎ অপেক্ষা করছে কিনা তা নিয়ে আলোচনা আরম্ভ হয়। এদিকে, রাশিয়াকে বুঝিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চীনের কাছে সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র।