হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সক্রিয় এক সদস্যকে লিফলেট ও পুস্তিকাসহ আটক করেছে র্যাব-৭। তার নাম মো. ওমর ফারুক (২২) বলে জানা গেছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, হাটহাজারী থানাধীন বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গতকাল ১৮ মার্চ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের কতিপয় সক্রিয় উগ্রপন্থী সদস্য তাদের সংগঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মিটিং করার জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় জমায়েত হবে বলে জানা যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাটহাজারীর তৈয়বিয়া পাড়ার মো. জানে আলমের পুত্র মো. ওমর ফারুককে আটক করা হয়।
এই সময় তল্লাশি চালিয়ে একটি কালো রংয়ের অফিস ব্যাগ হতে উগ্রবাদ বিষয়ক ১০টি পুস্তিকা এবং ৫৩টি লিফলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার স্বীকার করা মতে নিম্নবর্ণিত তথ্যগুলো পাওয়া যায়।
ধৃত আসামি মো. ওমর ফারুক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি, তামিম আল আদনানীর বয়ান শুনে, ইন্টারনেট হতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ও উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয় এবং একপর্যায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর একজন সক্রিয় সদস্য হয়ে কথিত উগ্রপন্থী কার্যক্রমে নিজেকে সমর্পণ করে।
বর্ণিত সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, ভিডিও, সরকারবিরোধী পোস্টের মাধ্যমেও তাদের সংগঠনের প্রচার প্রচারণা চালায়। ওমর ফারুক একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকজনদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করাসহ প্রচার-প্রচারণা চালাতো।
ওমর ফারুক এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুর আবচার।