১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট শুরু প্রথম দিনে ৩টি খেলা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাব আয়োজিত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্টিত টুর্নামেন্টের প্রথম দিনে তিনিট খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে চিটাগাং ইউনাইটেড ৮ উইকেটে এস এস এস মাস্টার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এস এস এস মাস্টার্স ১০০ বলে ৯ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন ১৮, রানা ২৩ এবং অপু করেন ১৮ রান। চিটাগাং ইউনাইটেডের পক্ষে ৩টি উইকেট নিয়েছে সৌরভ। ২টি করে উইকেট নিয়েছে সবুজ এবং রিপন। জবাবে ব্যাট করতে নামা চিটাগাং ইউনাইটেড ৮৪ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সৌরভ ৫৭, মন্টি ৩১ এবং মানিক করে ১০ রান। এস.এস.এস মাস্টার্স এর পক্ষে ২টি উইকেট নিয়েছে রিপন। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং রয়্যাল্‌স ৩৭ রানে ওল্ড ব্রাইট এসোসিয়েশনকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা চিটাগাং রয়্যালস ১০০ বলে ৩ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে কায়সার ৪০, সাকিবুর ৩৬, আরিফ ২৭, শাহেদ সাকি করেন ১৬ রান। ওল্ড ব্রাইট এসোসিয়েশনের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন কামাল, তসলিম এবং হারুন। জবাবে ব্যাট করতে নামা ওল্ড ব্রাইট এসোসিয়েশন ১০০ বলে ৭ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিপন ৪৫, রাজেশ ১৪, আদিল ২৯ এবং শাওন করেন ৩০ রান। চিটাগাং রয়্যালসের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন কায়সার এবং সৈকত।
দিনের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম মাস্টার্স ৪ উইকেটে আগ্রাবাদ মাস্টার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা আগ্রাবাদ মাস্টার্স ১০০ বলে ৭ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ১২৯ রান করেন ফারুক টিটু। এছাড়া মামুন ১৩ এবং জামসেদ করেন ১২ রান। চট্টগ্রাম মাস্টার্সের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন রিয়াদ। ২টি উইকেট নিয়েছেন আজিম। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম মাস্টার্স ৯৫ বলে ৬ উইকেটে ১৮৪ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে রাজিব ২৫, শাবিব ২৯, অপু ২৫ এবং আজিম করেন ২০ রান। আগ্রাবাদ মাস্টার্সের পক্ষে ৩টি উইকেট নেন জামসেদ। একটি করে উইকেট নিয়েছেন মাসুদ, রাজু এবং পাভেল।
এর আগে সকালে ৫ দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান এবং নুরুল আবেদীন নোবেল। এ সময় উপস্থিত ছিলেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা, ইস্পাহানি গ্রুপের স্পোর্টস ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাবেক ক্রিকেটার সাধন চন্দ্র দুবে, আয়োজক কমিটির কর্মকর্তা ফজলে বারী খান রুবেল, মোহাম্মদ জাহাঙ্গীর, প্রভিন হিঙ্গানিকার, জাহিদ রেজা বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল আলম বাবু।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার এক সঙ্গে তারা
পরবর্তী নিবন্ধদাবায় মুহিত ও আবিয়ান চ্যাম্পিয়ন