বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ : ইঞ্জিনিয়ার মোশাররফ

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে জাতীয় শিশু দিবস উদযাপন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার- এই প্রতিপাদ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস চট্টগ্রামে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপন করেছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, হাজার বছরের পরাধীন বাঙালি জাতির মুক্তি এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বেই। পৃথিবীর ইতিহাসে যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র ও বাঙালি জাতি টিকে থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম অমর-অক্ষয় হয়ে থাকবে। বিশ্ব মানচিত্রে বাঙালির জন্যে একটি স্বাধীন স্বতন্ত্র ভূ-খণ্ড সৃষ্টির জন্যেই মূলত বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে তিনি এসব কথা বলেন। সংঠনের সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বিশেষ আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমদ, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ আফতাব খান অমি প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তা বিনিমার্ণের মূল কারিগর। তিনি বুঝেছিলেন, স্বাধীন নিজস্ব ভূখণ্ড ছাড়া বাঙালির পরিপূর্ণ মুক্তি ও ভাগ্য পরিবর্তন হবে না। তাই ৬ দফা ঘোষণার মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি মুক্তির সনদ বাস্তবায়নে প্রাণিত করেছেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, যে মানের বীজ রোপন করা হবে সেই মানের ফলন হবে। বঙ্গবন্ধু গুণগত মানসম্পন্ন বীজ বপন করেছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও জাতিসত্তার ফলন প্রাপ্তি সম্ভব হয়েছিল। তিনি আরো বলেন, আমরা আজ অনেকেই বঙ্গবন্ধুর জন্য মায়াকান্ন করি কিন্তু তাকে অন্তরে ধারণ করি না। শুধু মুখে বঙ্গবন্ধু বললে হবে না, তাঁর আদর্শ ও চেতনা হৃদয়ের গভীরে লালন করতে হবে।
সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, রোটারিয়ান মো. ইলিয়াস প্রমুখ। উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, মোহাম্মদ হোসেন প্রমুখ।
এর আগে সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, টিআইসিতে খতমে কোরআন, খতমে বোখারী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাঙালির স্বাধীনতার স্বপ্ন বঙ্গবন্ধুর মাধ্যমেই ১৯৭১ সালে পূরণ হয়েছিল। বঙ্গবন্ধুর বুদ্ধি, সাহস, স্পষ্ঠবাদিতা ও আপোষহীন মনোভাব তাকে এক গুণী নেতৃত্বের আসনে বসায়। ইতিহাসের এই মহামানবকে ইতিহাস সযত্নে ধরে রেখেছে।
গতকাল সকাল ১০টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আইন সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার, সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ, মাহবুবুর রহমান সিবলী, এ কে আজাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবালুছড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল চট্টগ্রাম আসছেন আজ