সমাজ ও শিক্ষার উন্নয়নে যারা কাজ করে তারাই প্রকৃত মানুষ

রাউজানে অনিরুদ্ধ ট্রাস্টের শিক্ষাসামগ্রী বিতরণকালে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সমাজ ও শিক্ষার উন্নয়নে যারা কাজ করে তারাই প্রকৃত মানুষ। ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র হাইস্কুলে রুপান্তর করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাউজানে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অনিরুদ্ধ বড়ুয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে রাউজানে ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
লায়ন্স ক্লাব চিটাগাং কণফুলীর সহযোগিতায়, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রাক্তন জেলা গভর্ণর লায়ন রুপম কিশোর বড়ুয়া, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, জসিম উদ্দীন চৌধুরীর সহধর্মিণী ইয়াছমিন চৌধুরী, পুত্র জাসির চৌধুরী, পুত্রবধূ ফাইজিয়া ইবনাত।
মঈনুদ্দীন আল হিমেল চৌধুরী ও শিক্ষক জালাল উদ্দীনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবক জানে আলম জামাল। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জানে আলম জনি, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সুমন দে, প্রধান শিক্ষক সীমা দাশ, আবদুল আউয়াল সুজন, ইমতিয়াজ বাবুল, মো. রাসেল।
এ সময় জসিম উদ্দীন চৌধুরী বলেন, ঢেউয়া হাজীপাড়া স্কুলের সুনাম ধরে রাখার জন্য চেষ্টা করছি। ভবিষ্যতে এ স্কুলে আরো বেশি সময় দিবো, যাতে এটিকে মডেল স্কুলে পরিণত করতে তোলতে পারি। লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন, শিক্ষার জন্য আমার সবসময় সহযোগীতা থাকে। আজকে শিক্ষাসামগ্রী দিতে পেরে আমি আনন্দিত। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকার মধ্যে এ স্কুলের সৌন্দর্য্য সবাইকে মুগ্ধ করে। পৌরসভার পক্ষ থেকে যে সহযোগীতা চাওয়া হবে, তা দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদিনে দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন, রাতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ৪
পরবর্তী নিবন্ধপাহাড় কাটায় বাধা, বন কর্মকর্তার ওপর হামলা আটক ৫, গাড়ি জব্দ