দিনে দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন, রাতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ৪

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাটহাজারীতে গত বুধবার উপজেলা সদর এবং ফরহাদাবাদে নুর আলী মিয়ারহাটে মানববন্ধন ও মহাসড়কে ডিভাইডার স্থাপনের দাবি জানিয়েছে সচেতন নাগরিক পক্ষ। ওই দিনই হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় রাত সাড়ে নয়টায় মোটর সাইকেলের ধাক্কায় চার জন আহত হন। গত এক সপ্তাহে এই নিয়ে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে হাটহাজারীতে।
মোটর সাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে মৃত আবদুল সামাদের ছেলে মো: কামাল উদ্দীন(৬০), ফতেয়াবাদ এলাকার ধীরেশ্বর ব্রহ্মচারীর পুত্র ধরিশ্বর ব্রহ্মচারী (২৩), ভুজপুর এলাকার মঞ্জুরুল হকের পুত্র তৌহিদ (২৮) ও তার স্ত্রী প িপ(১৮)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চার ব্যক্তির আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীতে ৪ জন নিহত ও আহত হয়েছেন ১২ জন। সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে গত বুধবার পৌরসভা সদর ও ফরহাদাবাদে দুটি মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সড়ক বিভাজক স্থাপনের দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধফ্রোবেল একাডেমী শিশু দিবসে শিশুবান্ধব জেব্রা ক্রসিং
পরবর্তী নিবন্ধসমাজ ও শিক্ষার উন্নয়নে যারা কাজ করে তারাই প্রকৃত মানুষ