ফ্রেন্ডস ক্লাব-পাইরেটসের রানার্স আপের লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিঃ এরই মধ্যে। বলা যায় লিগের উত্তেজনা শেষ হয়ে গেছে অনেকাংশে। যেটুকু বাকি আছে সেটা রানার্স আপ ট্রফির জন্য। আর সে লড়াই থেকেও ছিটকে গেছে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে দল গড়া ব্রাদার্স ইউনিয়ন। সুপার ফোর পর্বের দুটি ম্যাচেই হেরেছে তারা। এখন রানার্স আপ ট্রফির লড়াইয়ে আছে ফ্রেন্ডস ক্লাব এবং পাইরেটস অব চিটাগাং। এই দুই দলের আজকের লড়াইয়ে যে দল জিতবে তাদের হাতে যাবে রানার্স আপ ট্রফি। এবারের লিগে দারুন চমক দেখিয়ে সুপার ফোর পর্বে জায়গা করে নিয়েছিল ফ্রেন্ডস ক্লাব। আর শিরোপা লড়াইয়ের সে পর্বের নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে আরো বড় চমক দেখায় স্টেডিয়াম পাড়ার দলটি। কিন্তু সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবাহনীর কাছে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায ফ্রেন্ডস ক্লাবের। তাই তাদের চোখ এখন রানার্স আপ ট্রফির দিকে। অপরদিকে এবারের লিগে আরেক শক্তিশালী এবং শিরোপা প্রত্যাশি দল পাইরটেস অব চিটাগাং প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছিল সুপার ফোর পর্বে। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচেই আবাহনীর কাছে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয়। তবে দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়ে রানার্স আপ ট্রফি জয়ের সম্ভাবনা জিইয়ে রাখে। আজ জিতলে রানার্স আপ ট্রফি উঠবে পাইরেটসের হাতে। আর হারলে ফিরতে হবে খালি হাতে। তাই ফ্রেন্ডস ক্লাবের চমক নাকি পাইরেটসের ধারাবাহিকতা সে প্রশ্নের জবাব মিলবে আজ। এদিকে শিরোপা জিতে আনন্দে ভাসলেও আগামীকালের শেষ ম্যাচটি জিতে নিজেদের অজেয় থাকার রেকর্ডটি ধরে রাখতে চায় আবাহনী। আগামীকাল লিগের পর্দা নামবে আবাহনী এবং ব্রাদার্সের মধ্যকার নিয়ম রক্ষার এক ম্যাচ দিয়ে। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও সে ম্যাচটাকে মোটেও হালকাভাবে নিতে নারাজ আবাহনী। অপরদিকে এরই মধ্যে খালি হাতে বিদায় নেওয়া নিশ্চিত করা ব্রাদার্স অন্তত চাইবে শেষ ম্যাচটি জিততে। অন্তত সুপার ফোর পর্বে একটি সান্তনার জয় নিয়ে লিগ শেষ করতে চাইবে ব্রাদার্স। আর সে ম্যাচের পর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী ফুটবল টুর্নামেন্টের শিলক একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে আর্চারির শেষ ষোলোয় বাংলাদেশের তিন প্রতিযোগী