বর্তমান সময়ে সরকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বৈদেশিক যে নীতিমালা প্রণয়ন করেছে আর সম্প্রসারণে যে ধরনের প্রণোদনা আর প্রেষণা দিয়ে আসছে তাতে একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট যে এই সরকার ব্যবসা বান্ধব। বাংলাদেশ আর ভিয়েতনামের সম্পর্ক সুদীর্ঘ। এই সম্পর্ক আরও সুদীর্ঘ করার জন্য ভিয়েতনাম সরকার যে কাজ করছে তা প্রশংসাযোগ্য। বর্তমান বাংলাদেশে সামুদ্রিক যে প্রকৃতি সম্পদ আছে তা বিশ্বের রপ্তানি যোগ্য। আমরা মনেকরি ভিয়েতনামের ব্যবসায়ীরা এই ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে চট্টগ্রামের মধ্যে দিয়ে। বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি চট্টগ্রাম অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্সের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের এ্যাম্বেসেডার এইচ.ই পেম ভিয়েত চেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কর্মাসের ভাইস চেয়ারম্যান অব. বিগ্রেডিয়ার জেনারেল মঞ্জুর কাদের। আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ বাংলাদেশ চট্টগ্রামের লাইফ মেম্বার মোস্তাক আহম্মদ তালুকদার, প্রাক্তন লায়ন্স গর্ভণর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক আনসারী এবং চট্টগ্রাম শীর্ষ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।