শখের ছাদ বাগানে পরিচর্যা ও পানি থেমে গেল বৃদ্ধা ছানোয়ারা বেগমের (৬৫)। তিন তলা ভবনের ছাদে উঠে শখের বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসদরের ৭নং ওয়ার্ডের বাহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ছানোয়ারা স্থানীয় আইয়ুব আলীর স্ত্রী।
ছানোয়ারা বেগমের পুত্র বোরহান উদ্দিন বলেন, বাড়ির তৃতীয় তলার ছাদ বাগানে পানি দিতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গিয়ে আমার মা গুরুত্বর আহত হয়। মাঝে মধ্যে মায়ের প্রেসার বেড়ে যেত, তাই হয়তো মাথা ঘুরিয়ে নিচে পড়ে যান। তখন বাড়িতে কেউ ছিল না। বাইরের লোকজন দেখে খবর দিলে মাকে উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতাল পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, সকালে ছাদ বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে হঠাৎ নিচে পড়ে গিয়ে ওই নারী গুরুত্বর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।