মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ‘বি’ গ্রুপের খেলায় টানা হার মেনেছে চট্টগ্রাম আবাহনী লি. জুনিয়র। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আবেদীন ক্লাব ৩ উইকেটে আবাহনী জুনিয়রকে পরাজিত করে। নিজেদের প্রথম খেলায় জয়লাভ করলেও আবাহনী জুনিয়রের এটি টানা দ্বিতীয় হার। অন্যদিকে আবেদীন ক্লাবের এটি প্রথম জয়। নিজেদের প্রথম দুই খেলায় তারা পরাজিত হয়েছিল।
গতকাল টসে জিতে আবাহনী জুনিয়র প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মো. সাইফুল সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া মো. সোহেল ১৮,জগলুল বাশার ১৬,সাইমন ইসলাম ২৩,মো. শিহাব অপরাজিত ১৭ এবং নাজমুল রাফি অপরাজিত ২৪ রান করেন। অতিরিক্ত রান হয় ১০। আবেদীন ক্লাবের আবদুল্লাহ আল শোয়েব এবং দুর্জয় দে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান তানজিম মাহবুব,সামিউল হক,আল রিয়াদ এবং মো. শামিম।
জবাবে আবেদীন ক্লাব ৪৬.৪ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে নেয়। দলীয় ১ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেলেও পরবর্তী ব্যাটাররা দৃঢ়হাতে ব্যাট করে জয় নিশ্চিত করেন। দলের পক্ষে অলিউদ্দিন নিশাদ ৪৬,সামিউল হক ৪১,মো. শামিম ২২ এবং দুর্জয় দে অপরাজিত ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩১ রান। আবাহনী জুনিয়রের বোলাররা ২২টি ওয়াইড বল করেন। জিন্নাত আলী এবং মো. শিহাব ২টি করে উইকেট নেন। ১টি ক েউইকেট পান নাজমুল রাফি,মিজানুর রহমান এবং সামিন মেহেদি।