প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমান (৮৩) আর নেই। গত সোমবার কানাডার টরোন্টোতে বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি কানাডা থেকে নিশ্চিত করেছেন আজিজুর রহমানের মেয়ে বিন্দি রহমান। খবর বাংলানিউজের।
তিনি বলেন, বাবা মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন উনার হার্ট অ্যাটাক হয়েছে, এরপর আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি চলছে। ‘ছুটির ঘণ্টা’খ্যাত এই নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা বলেন, আজিজুর রহমানের মতো একজন দেশ বরেণ্য নির্মাতার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউট থেকে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।