সাতকানিয়া ১৬নং সদর ইউনিয়নের বারদোনা বাহাদির পাড়া নিবাসী মরহুম আলী মিয়ার দ্বিতীয় ছেলে পূবালী ব্যাংকের সাবেক জিএম ও জোনাল হেড এস এ এম রফিকুল ইসলাম (৭৯) গতকাল মঙ্গলবার ভোরে নগরীর বেভারলি হিলে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যায়। গতকাল সোয়া ২টায় জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজের জানাযা, বাদ মাগরিব বারদোনা বাহাদির পাড়া মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।