রজভীয়া নূরীয়া কমিটির উদ্যোগে আল্লামা আবুল কাশেম নূরীর আহ্বানে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়। রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান ও চবি অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আব্দুলসালাম সাদ্দাম মোহাইসেন। তিনি বলেন, সমগ্র মুসলিম উম্মাহ্ আজ গভীর সংকটে নিপতিত। ঈমান আক্বিদার ক্ষেত্রে পিছুটান এবং সঠিক কর্মতৎপরতা না থাকায় মুসলমানরা দেশে দেশে মার খাচ্ছে। আমাদেরকে ঈমানী শক্তিতে জেগে উঠতে হবে। ভেদাভেদ ভুলে মুসলিম দেশগুলোকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। উদ্বোধক ছিলেন সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার। মাহফিলে দরস পেশ করেন, মুহাম্মদ আবুল কাশেম নূরী, কাযী মুুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী। মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক গ্রহণ করেন মানবিক পুলিশ শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূতের ছেলে আহমদ আব্দুলসালাম সাদ্দাম, অ্যাডভোকেট আব্দুর রশিদ, হারুনুর রশিদ রেজভী, মুতাসিম বিল্লাহ্, অ্যাডভোকেট মোহাম্মদ শাহ্ জালাল, মাওলানা মুুহাম্মদ জিয়াউল হক, মাওলানা মাসউদ রেজভী, মো. জামাল শিকদার, এইচ এম মন্জুরুল আনোয়ার, আবুল কালাম আজাদ, এ এম এম সোবাইর কাউয়াল, মাওলানা গোলাম রাব্বানী কাসেমী। মাহফিল সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মিঞা জুনাঈদ এবং মাছুমুর রশিদ কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।