বাঁশখালী উপজেলার সাধনপুর বানীগ্রামের মধ্যবর্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত ত্রিনাথ মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে আগুনে পুড়ে গেছে মন্দিরের গৃহ, প্রতিমা ও সরঞ্জাম।
লটমনি পাহাড়ে অবস্থিত ত্রিনাথ মন্দিরের পুরোহিত দেবাশিষ ভট্টাচার্য বলেন, সোমবার রাত ৮টার দিকে প্রার্থনা করে বাতি নিভিয়ে চলে আসি। মঙ্গলবার সকালে এক চাষি মন্দিরে আগুন লাগার কথা জানান। এই খবর আমি ইউপি সদস্য করুনাময় ভট্টাচার্যকে জানালে তিনি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন বলে জানান। তিনি বলেন, আমি ২০/২১ বছর যাবৎ মন্দিরের দায়িত্ব পালন করছি।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ুন কবির, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জানানো হয়, কী কারণে আগুন লেগেছে কিংবা কেউ আগুন দিয়েছে কিনা তা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।












