পাঁচলাইশে তরুণীর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ থানার আল ফালাহ গলিতে উয়ইচিং মারমা (২৩) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। প্রেম সংক্রান্ত জটিলতা থেকে গতকাল মঙ্গলবার ভোর রাতে বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই তরুণী। চকবাজার চট্টেশ্বরী রোডে আইকনিক ডেন্টাল অ্যান্ড স্কিন সেন্টারে চাকরি করতো সে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব সুয়াবিলে জগন্নাথ মন্দিরে মহানামযজ্ঞ
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় মাদ্রাসার ভবন ভাঙচুরের অভিযোগ