খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শান্তি পরিবহনের একটি বাস।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।
পরবর্তীতে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, শান্তিপরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা ইউপি’র চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ছে শান্তি পরিবহনের একটি বাস। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।”
খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, শান্তি পরিবহনের একটি বাস বাবুছড়া বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কোনো যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে যাওয়ায় অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, “বাসে আগুন দেওয়ার বিষয়টি এখনো শুনিনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সক্রিয় রয়েছে।”