পার্কভিউ হসপিটালে বৈজ্ঞানিক সেমিনার

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনী। শিশু-বৃদ্ধ সবার ক্ষেত্রে কিডনির সুস্থতা গুরুত্বপূর্ণ। কিডনির অসুখ নিয়ে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এক বৈজ্ঞানিক সেমিনার গতকাল সোমবার পার্কভিউ হসপিটালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম এম এহতেশামুল হক। গেস্ট অফ অনার ছিলেন ডা. সুস্মিতা বিশ্বাস। মূল আলোচক ছিলেন কিডনি বিশেষজ্ঞ ডা. মেরিনা আরজুমান্দ এবং ডাক্তার রফিকুল হাসান। প্রধান অতিথি বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোক ডায়ালাইসিসের মাধ্যমে জীবন ধারণ করছে। আর্থিকভাবে অসচ্ছল কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে আসতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্‌বান জানান। সভাপতি বলেন, কিডনি রোগ একটি নীরব ঘাতক। সুস্বাস্থ্যের জন্য সুস্থ কিডনির বিকল্প নেই। অনেক কিডনি রোগ প্রতিরোধযোগ্য। কিডনি রোগের প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বাংলাদেশ সরকারের প্রশংসা করে তিনি বলেন,পার্কভিউ হসপিটালও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সেমিনারে উপস্থিত ছিলেন ডাইরেক্টর ডা. মো. রেজাউল করিম, জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ, মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিটুপির সাথে ওয়েল ফুডের সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধ২৫ মার্চের পর নগরীতে পলিথিন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : মেয়র