মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটি লুটপাটের দলে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস করে বিরোধী শক্তিকে দমন পীড়ন করে দাবিয়ে রেখেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও মিছিলে সরকারী দল পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। সরকারের কারসাজিতে তেল, চাল, ডিজেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। এ জন্য আমাদের লক্ষ্য দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে দলকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের জন্যে প্রস্তুত হতে হবে। তিনি গতকাল সোমবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয় নাছিমন ভবনে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা মহিলা দলের যৌথ উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাইম রিকুর সভাপতিত্বে ও উত্তর জেলা মহিলা দল নেত্রী অ্যাড.নাসিমা আক্তার চৌধুরীর সমাবেশে বক্তব্য রাখেন কামরুন নাহার লিজা,জিন্নাত রাজ্জাক জিনিয়া, ফারহানা জসিম, অ্যাড. ফারহানা, জান্নাতুল ফেরদৌস, সেলিনা আক্তার, ফাতেমা আক্তার মুন্নি, জোহরা বেগম, হাবিবা সুলতানা পারভীন আক্তার ফারহানা, শামসুন্নাহার, ফেরদৌস কলি, সেলিনা আক্তার তানজিনা, নাজমা বেগম, সানোয়ারা বেগম, জাহানারা বেগম জানু, সাহেদা বেগম ভাসানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।