ঘাট-গুদাম-মাঝি এবং শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে লাগাতার ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। গত ১২ মার্চ ন্যায্য পাওনার দাবিতে লাগাতার ধর্মঘটের কর্মসূচি দেন ঘাট-গুদাম শ্রমিকরা। গতকাল আলোচনার মাধ্যমে মাঝি এবং শ্রমিকেরা তাদের কর্মবিরতি ও ধর্মঘট প্রত্যাহার করে নেন। সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগ কমিটির কার্যালয়ে মাঝি এবং শ্রমিকদের সাথে লাগাতার ধর্মঘট প্রত্যাহারের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সদর ঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস হাওলাদার। সাধারণ সম্পাদক নাসির উদ্দীন পলাশের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মীরন হোসেন মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম। আগামী কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুহাম্মদ সফর আলীসহ মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে তা নিরসন করা হবে বলে আশ্বস্ত করেন। তারই কারণে শ্রমিকেরা ঘাটে কাজ করার জন্য সম্মতি প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগের কোষাধ্যক্ষ এয়ার আলী হাওলাদার, মো. মনির হোসেন, মো. শাহাজাহান মাঝি, মালেক মাঝি, লোকমান মাঝি, সুলতান মাঝি, বাসু মাঝি, সফিক মাঝি, আলমগীর মাঝি, জাহাঙ্গীর মাঝিসহ শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।