সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ‘সড়কে শৃংখলা ফেরাতে চাই সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক সেমিনার গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন। আলোচক ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। সেমিনারে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে যান চলাচল সুশৃঙ্খল করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মানুষকে সচেতন করে তোলার উপরও গুরুত্বারোপ এবং সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল, লায়ন আব্দুল মান্নান, মো. সেলিম, আজিমুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, ইউসুফ খান, নাজমা আক্তার, এড. প্রতাপ পাল, ইকবাল হোসেন, মোজাম্মেল হোসেন রাজধন, এড. রফিকুল আহসান, আরফান উল্লাহ চৌধুরী আপেল, অরূপ বড়ুয়া, সালমা বেগম, পারুল আক্তার, শেখ শিরিনুর নিশি, মোর্শেদ আলম, শাহ্ আলম, মঞ্জুরুল আলম, এন.এন.জাকারিয়া, আশিক আরেফিন। পবিত্র কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান বাপ্পী। প্রেস বিজ্ঞপ্তি।