ফুটপাতে দখল করায় সাড়ে ৭২ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৭:০৩ অপরাহ্ণ

রাস্তা, ফুটপাত ও নালা দখল করে দোকান তৈরি ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় নগরে ২১ ব্যক্তিকে সাড়ে ৭২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৪ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে সার্সন রোডে পরিচালিত অভিযানে নির্মাণ সামগ্রী রেখে চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পাঠানটুলী রোড, মোগলটুলী ও কমার্স কলেজ রোডের ফুটপাত, নালা ও রাস্তার অংশ দখল করে ব্যবসা পরিচালনার কারণে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৯ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু করে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে শামুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যুবতীর মৃত্যু
পরবর্তী নিবন্ধ২৫ মার্চের পর পলিথিন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : মেয়র