বাঁশখালী প্রশাসন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে। আজ সোমবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁশখালী উপজেলার মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির আযাচিত দাম বৃদ্ধি ঠেকাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক
এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যাবসায়ীকে অর্থদণ্ড করা হয়।
মিয়ার বাজারের আবসার স্টোরকে ১ হাজার টাকা, নজরুল স্টোরকে ১ হাজার টাকা, আতিক স্টোরকে ৫শ’ টাকা, আব্দুল হামিদ স্টোরকে ৫শ’ টাকা, উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, “ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করতে পাঁয়তারা করে। আজকের অভিযান মূলত ব্যাবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষে পরিচালনা করেছি। সকলকে আযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্যে সতর্ক করেছি।” ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, “বাজার ব্যাবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান করা হচ্ছে। যদি কোনো ব্যাবসায়ী পন্যের দাম অবৈধভাবে বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।”