দুবাইয়ের রেসিং প্রতিযোগিতায় সেরা বাংলাদেশের অভিক

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রথম রেসার হিসাবে মোটরস্পোর্টসের আন্তর্জাতিক ইভেন্টে সেরা হয়েছেন অভিক আনোয়ার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হওয়া এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে ক্যাটাগরি-৮৬ ইভেন্টে প্রথম হয়েছেন তিনি। বাংলাদেশ মোটোরস্পোর্টস দলের হয়ে অংশ নেন অভিক। দেশের ইতিহাসে প্রথম রেসিং টিমও এটি। ২০২১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয়েছে গত শনিবার। চ্যাম্পিয়নশিপের ছয় রাউন্ডে মোট ১২টি রেস হয়েছে। সেখানে বিশ্বের নানা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা হয়েছেন অভিক। দুবাই অট্রোড্রোম এবং ইয়াস মেরিনা এফ-১ ট্র্যাকে এই রেস অনুষ্ঠিত হয়।
অভিক আনোয়ারের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও তারই বন্ধু তামিম ইকবাল। অভিককে শুভেচ্ছা জানিয়ে তামিম নিজের ফেসবুক পেজে লিখেন, অভীক আনোয়ারকে প্রাণঢালা অভিনন্দন। তোমার এই ব্যতিক্রমী অর্জন দেশকে গর্বিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট অনি স্মৃতি স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট ৩০ মার্চ শুরু