শিপ ইয়ার্ডে প্রশিক্ষণ ছাড়া কাজ নয়

৩০ হাজার শ্রমিক পাচ্ছেন ফ্রি প্রশিক্ষণ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সাগর উপকূলে অবস্থিত শিপব্রেকিং ইয়ার্ডের ৩০হাজার শ্রমিক পাচ্ছেন বিনা খরচে প্রশিক্ষণ। পেশাগত নিরাপত্তা, পরিবেশের সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর প্রশিক্ষণ ছাড়া কোন শ্রমিক ইয়ার্ডেগুলোতে কাজও করতে পারবেন না। জাহাজভাঙা শিল্পের একক সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) বিনা খরচে ৬০টি ইয়ার্ডের শ্রমিকদের বানুর বাজারস্থ নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. আবু তাহের। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া কোনো শ্রমিক ইয়ার্ডে কাজ করতে পারবে না। আর যে সেকল শ্রমিক প্রশিক্ষণ শেষে সনদ নিবে তারা যে কোন ইয়ার্ডে সনদ প্রদর্শনপূর্বক কাজ করতে পারবেন। গতকাল জহাজভাঙা কারখানায় শ্রমিকদের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিএসবিআরএ সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মো. নাঈম শাহ ইমরান, মো. লোকমান, সেকান্দর হোসেন টিংকু, প্রশিক্ষক ক্যাপ্টেন মো. সিরাজুল মাওলা, চীফ ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান। উপস্থিত ছিলেন, বিএসবিআরএ সচিব মোহাম্মদ সিদ্দিক ও সহকারী সচিব নাজমুল ইসলাম। উদ্বোধনী প্রথম দিনে ১০০ শ্রমিককে এ প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে জাহাজভাঙা চলমান ৬০টি ইয়ার্ডের কর্মরত ত্রিশ হাজার শ্রমিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং লায়ন্স ক্লাবের বোর্ড মিটিং
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সহজ করার আহ্বান