চিটাগাং লায়ন্স ক্লাবের বোর্ড মিটিং

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং এর পরিচালনা পর্ষদের সভা গত ১১ মার্চ দৈনিক আজাদী মিলনায়তনে ক্লাবের সভাপতি লায়ন মো. আব্দুর রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা । এতে বক্তারা বলেন, সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় লায়ন্সের সেবা কার্যক্রমকে সফল করে তুলতে হবে। এতে বক্তব্য রাখেন লায়ন মোসলেহউদ্দিন খান, লায়ন আলহাজ্ব নুরুল আলম, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন রাজীব সিনহা, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন সাধন কুমার ধর, লায়ন আবু নাসের রনি, লায়ন সোহেল খান, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন নাজমুল শাকের, লায়ন বাসুদেব সিনহা, লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন মহাদেব ঘোষ, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন অনুপম মজুমদার, লায়ন পি কে মজুমদার, লায়ন ফেরদৌস খান, লায়ন অরুণ পালিত। বক্তাগণ বলেন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেকের একুশে পদক প্রাপ্তি ক্লাবকে গৌরবান্বিত করেছে। এ গৌরবকে আমরা সাদরে বরণ করে নিতে চাই। আগামী ২০ মার্চ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ক্লাবের পক্ষ থেকে একুশে পদকপ্রাপ্ত লায়ন এম এ মালেককে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ফার্নিচারের দোকানে আগুন
পরবর্তী নিবন্ধশিপ ইয়ার্ডে প্রশিক্ষণ ছাড়া কাজ নয়