পার্কভিউ হাসপাতালে সিভিল ডিফেন্সের মহড়া

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ : দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া প্রদর্শন অনুষ্ঠান গতকাল রোববার পার্কভিউ হাসপাতালের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান (উপ-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- চট্টগ্রাম বিভাগ) এবং সভাপতি ছিলেন ডা. এটিএম রেজাউল করিম (ব্যবস্থাপনা পরিচালক, পার্কভিউ হসপিটাল লিমিটেড)। এতে প্রধান অতিথি বলেন, ভূমিকম্প, পাহাড় ধস ও অগ্নিকাণ্ড সব ধরনের দুর্যোগের প্রাদুর্ভাব রয়েছে বিদায় চট্টগ্রাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং হাসপাতালসমূহও ঝুঁকি বহির্ভূত নয়। এ দুর্যোগ প্রস্তুতিতে পার্কভিউ তার নিজ কর্মচারী এবং সমাজের জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে দেখে আমি সত্যিই আনন্দিত। সভাপতি ডা. এটিএম রেজাউল করিম ঝুঁকি মোকাবেলায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্‌বান জানান এবং হাসপাতালে এ ধরনের শিক্ষণীয় মহড়ার আয়োজন করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালুকদার জিয়াউর রহমান শরীফ, হুমায়ুন কবির, জাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলী হোসাইন, ইঞ্জিনিয়ার মাসুদ, ইঞ্জিনিয়ার মো. মামুন, ইঞ্জিনিয়ার তৈয়ব আলী, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন সাব্বির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলেজ না পাওয়াদের শেষ ধাপে আবেদন শুরু কাল
পরবর্তী নিবন্ধহালিশহরে ফার্নিচারের দোকানে আগুন