‘পলিথিন ব্যবহার রোধে সবাইকে সচেতন করতে হবে’

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমাজে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদ-মাদ্রাসায় ইমাম মুয়াজ্জিন ও শিক্ষকরা কোরআন হাদিসের আলোকে যে উপদেশ দেন তা সমাজের মানুষ সহজে গ্রহণ করে। তাই পলিথিন ব্যবহার বন্ধে চসিক যে উদ্যোগ গ্রহণ করেছে তা পাঁচ ওয়াক্ত নামাজ ও শুক্রবারের নামাজের খুতবা পড়ার সময় পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরলে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পলিথিনের কারণে নগরীর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশসহ নগরীর শাখা খাল-নালা ও জলাশয়ের তলদেশে আজ পলিথিনের স্তর সৃষ্টি হয়েছে যে কারণে পানি নিষ্কাশনে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। চসিক নাগরিকদের সচেতন করার লক্ষ্যে ইতিমধ্যে পলিথিন ব্যবহার না করার জন্য মার্কেটসহ বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাই তিনি সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য ইমাম-মুয়াজ্জিন ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল রোববার চসিক পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নগরীর ওলামায়ে কেরামদের সাথে পলিথিনের ব্যবহার রোধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে ও মাদ্রাসা পরিদর্শক মো. হারুনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, মুহাম্মদ আবুল হাশেম, মো. সোলায়মান। মেয়র নগরবাসীকে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বলেন, কোন কিছুর অভ্যাস হঠাৎ পরিবর্তন করা সম্ভব নয়, মানুষকে সচেতন করে আস্তে আস্তে তা পরিবর্তন করতে হবে, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জনগণকে অবগত করতে উপস্থিত ওলামায়ে কেরামদের ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি আবৃত্তি মঞ্চের দুই মাসব্যাপী কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা আ.লীগের বর্ধিত সভা