মোসতাক খন্দকারের ‘দুই বাংলার আবৃত্তির কবিতা’ প্রকাশ করল কোলকাতার দে’জ

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কোলকাতার প্রসিদ্ধ দে’জ পাবলিশিং প্রকাশ করলো ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকার এবং বাচিক শিল্পী কাজল সুরের সম্পাদনায় ‘দুই বাংলার আবৃত্তির কবিতা’।
গতকাল শনিবার কোলকাতার দে’জ পাবলিশিং থেকে বইটি প্রকাশ হওয়ার পর বইটির মোড়ক উন্মোচন হয়। মোড়ক উন্মোচন করেন বাচিক শিল্পী এবং জনপ্রিয় চলচ্চিত্র ‘টনিক’ খ্যাত অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়। এ সময় দে’জ পাবলিশিংয়ের স্বত্বাধিকারী শুভংকর দে অপু, বাচিক শিল্পী কাজল সুর, মৌসুমী রায় চৌধুরী এবং কোলকাতার বিশিষ্ট কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় হাত জাল ও বড়শি ফেলা যাবে না : ফজলে করিম
পরবর্তী নিবন্ধউন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার বিকল্প নেই