সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ রোড সংলগ্ন এইচ এম ভবন চত্বরে গতকাল শনিবার অসুস্থ ও দুস্থদের মাঝে নগদ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও ট্রাস্ট চেয়ারম্যান এম মনজুর আলম। তিনি বলেন, বয়স্ক অসুস্থ মানুষগুলো দারিদ্রতার কারণে স্বাস্থ্য সচেতন হতে পারে না। নিয়মিত মেডিক্যাল চেকআপ ও ওষুধ গ্রহণে হিমশিম খায়। বিষয়টি চিন্তা করে আমাদের এই আয়োজন চলমান থাকবে। জানুয়ারি মাস থেকে বয়স্কদেরকে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট উপদেষ্টা সাইফুদ্দিন সাকি, আবদুল্লাহ আল হারুন, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।