সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা সভা

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে গত ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা নগরীর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাতিত্বে ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, বেদারুল আলম চৌধুরী বেদার, বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী, নূরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী, নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ আইয়ুব, কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান বিপ্লব, মঈনুল আলম খান, ফারজানা মিলা, সোহেল ইকবাল, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, এস এম রাফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত
পরবর্তী নিবন্ধবয়স্ক ও অসুস্থদের পাশে সাবেক মেয়র