টেকনাফ মডেল থানার আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশি সেবা পেতে কেউ লেনদেন বা হয়রানীর শিকার হচ্ছেন কিনা তা সরাসরি জানার জন্যই এই আয়োজন করা হয়। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল শাকিল আহমদ।
জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, পুলিশের প্রধান কাজ জনগনের জান মাল নিরাপত্তা রক্ষায় ভূমিকা পালন করা। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। সমাজের একটা শ্রেণি ও অংশ বিশেষ সিন্ডিকেট করে মাদক ও মানব পাচার করছে। কিশোর ও কমবয়সীদের লোভনীয় ফাঁদের মাধ্যমে মাদক পাচারে জড়াচ্ছে। এসব অপকর্মে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মাদক ও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র মো. ইসলাম, আওয়ামী লীগ নেতা সোনা আলী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশের মাহমূদ আলী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসাইন খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহেদ হোছাইন, সহ-সভাপতি জহির হোসেন, মো. আলম বাহাদুর, সাইফ উদ্দীন খালেদ।
আলোচনায় অংশগ্রহণ করেন কুলছুমা আকতার, আলমগীর চৌধুরী, রেজাউল করিম, মো. আশেক উল্লাহ ফারুকী, নুরুল হোছাইন, নাছির উদ্দীন রাজ, সাইফ উদ্দীন মামুন, সাইফ উল্লাহ, পৌর কাউন্সিলর কোহিনুর আকতার, মো. আলী, নাসরিন পারভীন, আবুল ফয়াজ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল আমিন প্রমুখ।