গণফোরামের একাংশের সভাপতি ফের ড. কামাল হোসেন

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

গণফোরামের একাংশের সভাপতি হিসেবে আবারও ড. কামাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরামের বিশেষ কাউন্সিলে ড. কামাল হোসেনের অনুপস্থিতে সভাপতি হিসেবে তার নাম প্রস্তাব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান। এ সময় উপস্থিত সদস্য এবং কাউন্সিলররা প্রস্তাবে সমর্থন জানান। পরে মঞ্চ থেকে ড. কামাল হোসেনকে সভাপতি ঘোষণা করেন মোকাব্বির খান। এতে হাততালি দিয়ে সমর্থন দেন গণফোরাম সদস্যরা। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগ থেকে বেরিয়ে যাওয়ার পর ১৯৯৩ সালের ৪ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে বেরিয়ে আসা সাইফ উদ্দিন আহমেদ মানিককে সঙ্গে নিয়ে গণফোরাম গঠন করেন কামাল হোসেন। কয়েক বছর পর মানিক মারা গেলে আওয়ামী যুবলীগ থেকে আসা মোস্তফা মহসিন মন্টুকে সাধারণ সম্পাদক করা হয়। সর্বশেষ ২০১৯ সালের এপ্রিলে গণফোরামের কাউন্সিলে কামাল হোসেন সভাপতি ও রেজা কিবরিয়া সাধারণ সম্পাদক হন। পরে গত বছর ৩ ডিসেম্বর গণফোরামের সাবেক কাযর্করী সভাপতি আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন আরেকটি অংশ নতুন কমিটি ঘোষণা করে। নির্বাচন কমিশনে নিবন্ধিত দলটি একাদশ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বেঁধে অংশ নিয়ে প্রথম সংসদে যায়। দলের প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে সিলেট-২ আসনে বিজয়ী হন মোকাব্বির খান।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি নিযুক্তের পাশাপাশি সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের তালিকা নির্ধারণে ২০ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। ওই সাবজেক্ট কমিটি আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি গঠন করবে বলে জানানো হয়। কাউন্সিলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাব পাঠ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১৫ উপজেলায় করোনায় নতুন আক্রান্ত নেই, শহরে ৩ জন
পরবর্তী নিবন্ধখালেদা-তারেক ভোটে নেই বলে নির্বাচনে ‘উৎসাহী’ নয় বিএনপি