কিয়েভের কাছে যুদ্ধের তীব্রতা

ইউক্রেন টার্নিং পয়েন্টে, বললেন জেলেনস্কি

আজাদী ডেস্ক | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

ইউক্রেনের রাজধানী থেকে রাশিয়ার স্থল বাহিনীগুলো ২৫ কিলোমিটার দূরে থাকা অবস্থায়ই দুই পক্ষের মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের অন্যান্য কয়েকটি শহর ঘিরে রাখা রুশ বাহিনী সেখানে ব্যাপক গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের যুদ্ধ একটি ‘কৌশলগত টার্নিং পয়েন্টে’ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তৃতীয় সপ্তাহে পড়ার পর জেলেনস্কি এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। অপরদিকে মস্কো-বেলগ্রেড ফ্লাইট দ্বিগুণ বাড়িয়েছে এয়ার সার্বিয়া। ফলে নিষেধাজ্ঞার কারণে এখন ইউরোপ যেতে সার্বিয়ান করিডোর ব্যবহার করছেন রুশ নাগরিকরা। রুশ বাহিনীগুলো উত্তরপশ্চিম ও দক্ষিণপূর্ব দিক থেকে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও কামান এবং ড্রোন ব্যবহার করে তাদের বাধা দিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীগুলো আর এক্ষেত্রে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের পাঠানো তথ্য তারা কাজে লাগাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার স্থানীয় সময় ভোররাতে কিয়েভের উত্তরপূর্বে ব্রোভারি জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে হিমায়িত পণ্যের একটি গুদামে আগুন লেগে যায়। ভোররাত সাড়ে ৩টার দিকে কিয়েতনেভা গ্রামে গোলাবর্ষণের এই ঘটনা ঘটে তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
রুশদের আকাশ ভ্রমণের পথ এখন সার্বিয়া : বিডিনিউজের খবর থেকে জানা যায়, ইউক্রেনে অভিযানের পর নিষেধাজ্ঞার বেড়াজালে রাশিয়ার আকাশপথ যখন ছোট হয়ে এসেছে, তখন মস্কো-বেলগ্রেড ফ্লাইট দ্বিগুণ বাড়িয়েছে এয়ার সার্বিয়া। এর কারণ নিষেধাজ্ঞার কারণে এখন ইউরোপ যেতে সার্বিয়ান করিডোর ব্যবহার করছেন রুশ নাগরিকরা।
যুক্তরাজ্যের সংবাদপত্র গার্ডিয়ান জানিয়েছে, যাত্রীর চাপে রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার সার্বিয়া মস্কো থেকে বেলগ্রেডে ফ্লাইট সংখ্যা দ্বিগুণ বাড়িয়েছে। এখন সপ্তাহে এখন ১৫টি ফ্লাইট আসা-যাওয়া করছে।
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিমানের উপর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়েছে; জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাদের জন্য রাশিয়ার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের মুখপাত্রের পরিবার : ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিচ্ছে তার সর্বশেষটিতে রুশ ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্রের পরিবারের তিন সদস্য এবং একাধিক আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার ওয়াশিংটন এ নতুন নিষেধাজ্ঞা জারি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার ‘সর্বাত্মক হামলা’ শুরুর পর একাট্টা পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। রাশিয়া ইউক্রেনে যে মাত্রার হামলা চালাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশ এর চেয়ে বড় হামলার মুখে পড়েনি।
ইউক্রেনকে ‘আত্মসমর্পণের পরামর্শের’ খবর ইসরায়েলের অস্বীকার : প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মস্কো সফরে পুতিনের সঙ্গে বৈঠকের পর ফোনে ইউক্রেনকে ‘রাশিয়ার দাবি মেনে নেওয়ার পরামার্শ দিয়েছেন’ বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয় বলে দাবি করেছে ইসরায়েল। শুধু ইসরায়েল নয় ইউক্রেনের একজন জ্যেষ্ঠ উপদেষ্টাও ওই খবর সঠিক নয় বলেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে তিনি মস্কো যান। সেখান থেকে তিনি ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছে না। ইউক্রেন-রাশিয়া উভয় দেশের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক রয়েছে।
৫ শতাধিক রুশ সেনার ‘আত্মসমর্পণ’ : বাংলানিউজের খবর থেকে জানা যায়, যুদ্ধের ১৬তম দিন শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পাঁচ শতাধিক রুশ সেনা আত্মসমর্পণ করেছেন। এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের সবশেষ তথ্য গতকাল শনিবার কিয়েভে সাংবাদিকদের জানান জেলেনস্কি। তিনি দাবি করেন, শুক্রবার ৫০০ থেকে ৬০০ রুশ সেনা ইউক্রেন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। যদিও ইউক্রেন প্রেসিডেন্টের সেই দাবি বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এর আগে রুশ সেনাদের সতর্ক করে দিয়ে জেলেনস্কি বলেন, মানুষের মাথা ও মন দখল করা সম্ভব নয়। শুধুমাত্র অস্থায়ীভাবে ইউক্রেনের শহরগুলো দখল করা যাবে। তবে সেটাও চিরকালের জন্য নয়। আমি এ বিষয়ে পূর্ণ আস্থাশীল।
রাশিয়া ছাড়ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো : পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া ছাড়ার ঘোষণা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়া থেকে তারা চলে যাবে। কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জেরে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার সরকারি একটি কমিশন চলতি সপ্তাহে প্রথম একটি পদক্ষেপের অনুমোদন দিয়েছে। তাতে বলা হয়েছে, রাশিয়া ছেড়ে চলে যাওয়া বিদেশি সংস্থাগুলোর সম্পদ জাতীয়করণ করা হবে।
ইউক্রেন ‘টার্নিং পয়েন্টে’: ইউক্রেনের যুদ্ধ একটি ‘কৌশলগত টার্নিং পয়েন্টে’ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তৃতীয় সপ্তাহে পড়ার পর জেলেনস্কি এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ইউক্রেনের ভূমিকে আর কতদিন মুক্ত রাখা যাবে তা বলা অসম্ভব। কিন্তু আমরা বলতে পারি, আমরা এটা করবো। আমরা ইতোমধ্যেই আমাদের লক্ষ্যের দিকে যাচ্ছি, আমাদের জয়ের দিকে, বলেছেন তিনি।
শুক্রবারের সর্বশেষ ভিডিও বক্তৃতায় জেলেনস্কি রুশ মায়েদের প্রতি তাদের সন্তানদের বিদেশের যুদ্ধক্ষেত্রে না পাঠানোরও আবেদন জানিয়েছেন। গতকাল সকালে ইউক্রেনের অধিকাংশ শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানায় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগর ছাত্রলীগের এক নেতা অপর গ্রুপের হাতে ‘লাঞ্ছিত’
পরবর্তী নিবন্ধহাঁটু পানিতে মিলল ১৪ কেজি ওজনের চিতল