হাদিসুরের মরদেহ দেশে আসছে রোববার

আজাদী অনলাইন | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১:১৩ অপরাহ্ণ

ইউক্রেনের বন্দরে আটকে থাকা জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় প্রাণ হারানো থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রোববার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন বলেন, ‘রোববার রাত ৮টার দিকে টার্কিশ এয়ারলাইন্সে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।’

এর আগে, গত বুধবার (৯ মার্চ) দুপুরে দেশে ফেরেন বাংলার সমৃদ্ধি জাহাজের বেঁচে যাওয়া বাকি ২৮ জন নাবিক। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ উইংয়ের মহাপরিচালক সিকদার বদিরুজ্জামান জানান, হাদিসুর রহমানের মরদেহ খুব শিগগিরই দেশে নি‌য়ে আসার জন্য কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ মার্চ রকেট হামলায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর বেঁচে যাওয়া বাকি ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের ল্যাবে রাখা জীবাণু ধ্বংসের পরামর্শ ডব্লিউএইচওর
পরবর্তী নিবন্ধ১৫ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক রুটিনে ক্লাস : শিক্ষামন্ত্রী