বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, গবেষণা ছাড়া পৃথিবীতে কোন জাতি অগ্রসর হতে পারে না; কোন ব্যবসাও টিকে থাকতে পারে না। তাই গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি ও সম্পদের উদঘাটনের মাধ্যমে জাতি হিসাবে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। তবে সেই প্রযুক্তি যেন হয় আন্তর্জাতিক মানসম্পন্ন। যাতে ঔষধশিল্পের মতোই একটি রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে পারি।
গত বৃহস্পতিবার সকালে কঙবাজারস্থ বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আমাদের দেশের ঔষধ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি হচ্ছে। এই ধরনের আরো নতুন নতুন রপ্তানিমুখী শিল্প গড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। কিন্তু মুক্তিযুদ্ধের পরে এখন আমরা সবাই আনন্দ ফূর্তিতে ভেসে যাচ্ছি। তিনি বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে সাহায্য করা ঈমানের কাজ। আর অসহযোগিতা করা মোনাফেকি কাজ। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা মো. আবদুল মোমিন, সিনিয়র সহকারী সচিব সাজেদুর রহমান, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। সভায় বলা হয়, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে একটি পূর্ণাঙ্গ আইন থাকলে জনসেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বজায় থাকবে।