চট্টগ্রামে চলছে প্রি-রামাদান এক্সিবিশন

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চলছে তিনদিনব্যাপী প্রি-রামাদান এক্সিবিশন ২০২২, পাওয়ার্ড বাই ব্লিস হোম। পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের আয়োজনে এই এক্সিবিশন শুরু হয় গত বৃহস্পতিবার, শেষ হবে আজ শনিবার। বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সিবিশন উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের সহ-সভাপতি ড. মুনাল মাহাবুব। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে এই আয়োজন। এক্সিবিশনে অংশ নিয়েছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের ৭০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। প্রতিষ্ঠানটির সিইও মানজুমা মোর্শেদ জানান, উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই এক্সিবিশনের আয়োজন। এর মাধ্যমে উদ্যোক্তাদের বিগত বছরগুলোতে স্থবির হওয়া ব্যবসায় গতি আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী ফায়ার সার্ভিসের দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া
পরবর্তী নিবন্ধগবেষণার মাধ্যমে রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে হবে