‘আমাদের অঙ্গীকার, রাউজান থাকবে আবর্জনামুক্ত পরিষ্কার’ এই শপথ রাউজান পৌর এলাকার স্কুল-কলেজ, মাদরাসার পাঁচ শতাধিক রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের।
গতকাল শুক্রবার নিজেদের এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্ট বর্জ্য জমাদানের এক কর্মসূচিতে এসে তারা এই অভিমত ব্যক্ত করে। দুই হাজার অপচনশীল বর্জ্যের বস্তা নিয়ে স্কাউট ও গার্লস গাইড দল এসেছিল রাউজান সরকারি কলেজ মাঠে। পরিচ্ছন্ন পৌরসভা গড়ার প্রয়োজনে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বর্জ্য সংগ্রহের এই ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেন। গতকাল স্কাউট ও গার্লস গাইডের এই কর্মসূচিতে কলেজ মাঠে আসেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি পরিচ্ছন্ন রাউজান গড়ার কাজে স্কাউট ও গার্লস গাইড সদস্যদের এ কাজে অংশ নেয়ায় প্রশংসা করেন।
দুপুরে বর্জ্য গ্রহণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফজলে করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ঐতিহাস-ঐতিহ্যের লালন ভূমি রাউজান। ইতিমধ্যে রাউজান খ্যাতি পেয়েছে গ্রিন, পিংক ও ক্লিন উপজেলা হিসেবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই পৌরসভাকে সবচাইতে উন্নত, পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন পৌরসভার স্বীকৃতি আদায় করার। তিনি স্কাউট ও গার্লস গাইড সদস্যদের প্রতি মাদক, অপরাধমুক্ত সমাজ গড়তে জনচেতনতামূলক কাজে অবদান রাখার আহ্বান জানান।
মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, অ্যাড. সমীর দাশগুপ্ত, কাউন্সিলর অ্যাডভোকেট দীলিপ চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর সওকত হাসান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ, রাউজান আরআরএসি সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।