দীর্ঘ ২০ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণার পর এবার যুবলীগ ও ছাত্রলীগের বছরের পর বছর কমিটির আশায় থাকা ত্যাগী নেতাকর্মীদের প্রশ্ন, নগর যুবলীগ ও ছাত্রলীগের কমিটি হবে কবে? তিন মাসের নগর যুবলীগের আহ্বায়ক কমিটি এবং ১ বছরের নগর ছাত্রলীগের কমিটি এখন ৯ বছর চলছে। তবে দুই কমিটিতেই যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সকলেই সংগঠনের পরিচ্ছন্ন এবং ত্যাগী নেতা। নেতৃত্ব দিতে গিয়ে তাদের বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগ উঠেনি কখনো। কিন্তু ঠিক সময়ে সম্মেলন করে কিংবা কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হলে এরমধ্যে ৬ থেকে ৭টি নতুন কমিটি পেত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এই দীর্ঘ সময় ধরে নগর ছাত্রলীগের নতুন কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব গড়ে উঠেনি। বছরের পর বছর যারা ছাত্রলীগের নতুন কমিটি অপেক্ষায় ছিলেন তারা বঞ্চিত হয়েছেন, হতাশ হয়েছেন। একইভাবে নগর যুবলীগের ক্ষেত্রেও দীর্ঘ ৯ বছর সম্মেলন না হওয়ায় এবং কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা না করায় আসেনি কোনো নতুন নেতৃত্ব। যারা বছরের পর পর নতুন কমিটির আশায় ছিলেন তাদের অনেকেই রাজনৈতিক অঙ্গণ থেকে ঝড়ে পড়েছেন। অনেকে মেধাবী ছাত্রলীগ ও যুবলীগের ত্যাগী নেতাকর্মী ক্ষোভ আর হাতাশায় সংগঠন ছেড়েছেন বলে জানিয়েছেন নগর যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।
নগর আওয়ামী লীগের দুই নেতা আজাদীকে বলেন, ছাত্রলীগ থেকেই ধাপে ধাপে আওয়ামী লীগের নেতৃত্ব সৃষ্টি হয়। ছাত্রলীগের মাধ্যমেই আওয়ামী রাজনীতির বিকাশ ঘটে। ছাত্রলীগে যদি নিয়মিত কাউন্সিল বা কমিটি না হয় তাহলে আওয়ামী লীগ-যুবলীগেও নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
নগর ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছিল ২০১৩ সালের ৩০ অক্টোবর। ইমরান আহমেদ ইমুকে সভাপতি এবং নুরল আজিম রনিকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ৮ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তীতে নুরুল আজিম রনি সংগঠন থেকে পদত্যাগ করলে জাকারিয়া দস্তগীরকে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়। এখন ইমরান আহমেদ ইমু এবং জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে চলছে নগর ছাত্রলীগ। ইতোমধ্যে তাদের নেতৃত্বে নগরীর প্রায় থানায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে নগর যুবলীগের সর্বশেষ কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে ২০১৩ সালের ১৩ জুলাই। মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য ১০১ সদস্যের চট্টগ্রাম মহানগর যুবলীগের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এদিকে দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ৯ মার্চ ২০ সদস্যের নতুন আংশিক কমিটি পেয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি। কেন্দ্র থেকে ঘোষিত নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সভাপতি করা হয়েছে দেবাশীষ নাথ দেবুকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে আজিজুর রহমান আজিজকে।
নগর যুবলীগ ও ছাত্রলীগের ত্যাগী-পদপ্রত্যাশী নেতাকর্মীদের এখন একটাই দাবি, স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি যেমন কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে একইভাবে যুবলীগ-ছাত্রলীগেরও নতুন কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হোক।