যারা সমাজকে কিছু দিয়ে যান তাঁরাই স্মরণীয় ও বরণীয় হন

ডা. ফজলুল আমীনের স্মরণসভায় মেয়র

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্বল্প জীবনে যারা সমাজকে কিছু দিয়ে যেতে পারেন তাঁরাই স্মরণীয় ও বরণীয় হতে পারেন। ডা. ফজলুল আমীন তৎকালীন অবহেলিত, অন্ধকারাচ্ছন্ন পশ্চাদপদ সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে আলোকিত মানুষ তৈরীর কাজে আত্মনিয়োগ করে একজন প্রকৃত সমাজ সেবকের প্রতিচ্ছবি হয়েছিলেন। তিনি বলেন, ডা. আমীন ছিলেন একজন বিনয়ী মানুষ। বিনয় ছিল তার অহংকার। এই বিনয় দিয়ে মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে বলে পশ্চাদপদ এলাকা আজ আলোকিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ডা. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ মিলনায়তনে ডা. ফজলুল আমীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক মনোজ কুমার দেবের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। বক্তব্য রাখেন কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, নুরুল আমিন, মো. ইলিয়াছ, এরশাদুল আমীন, মাহিদ আমীন, স্বপন কুমার নাথ, জয়নাল আবেদীন, অহিদুল আমীন, অধ্যাপক আলমগীর হোসেন, মো. নাসির, মো. রফিক, কান্ত লাল দাশ, আসলাম সওদাগর, আশরাফুল আলম, রাহনুর আশরাফ মীম প্রমুখ।
মেয়র আরো বলেন, ডা. ফজলুল আমীন দক্ষিণ কাট্টলীতে প্রাইমারী থেকে ডিগ্রী পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা প্রতিষ্ঠান নিজের জায়গায় প্রতিষ্ঠিত করে গেছেন। মেয়র ডা. ফজলুল আমীনের নামে রাস্তার নামকরণের জন্য ওয়ার্ড কাউন্সিলরকে প্রস্তাবনা দিতে দায়িত্ব প্রদান করেন।
প্রধান বক্তা প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম বলেন, তিনি গরীব রোগীদের থেকে ফিস নিতেন না। প্রয়োজনে ওষুধপত্রও দিয়ে দিতেন। বিশেষ অতিথি সাংবাদিক কলিম সরওয়ার বলেন, ডা. ফজলুল আমীন অবহেলিত, অন্ধাকারাচ্ছন্ন এবং পশ্চাদপদ সমাজের আলোকবর্তিকা ছিলেন। তাঁর চিন্তা চেতনা ছিল তৎকালীন পশ্চাদপদ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। কারণ একটি জাতির ভিত্‌ তখনই মজবুত হয় যখন সে জাতিতে শিক্ষার হার বেশি থাকে। এ উপলক্ষে অন্যান্য কর্মসূচিতে ছিল মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচা বোর্ডে ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক’ কর্মশালা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শুক্রবার করোনা আক্রান্ত ৭ জন