চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেছেন, কিছু বিষয় মেনে চললে এবং নিয়ন্ত্রণে রাখতে পারলে কিডনি সুস্থ রাখা সম্ভব। নীরব ঘাতক কিডনি রোগ থেকে পরিত্রাণ পেতে হলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যাথানাশক ওষুধ ও এন্টিবায়েটিক খাওয়া থেকে বিরত থাকা, সুষম (পুষ্টিকর) খাবার খাওয়া, ধুমপান পরিহার ও নিয়মিত ব্যায়াম করতে হবে। মোটকথা একটি সুস্থ জীবনভ্যাস গড়ে তুলতে হবে। তাছাড়া কিডনি রোগের প্রয়োজনীয় তথ্য জানা, পরিবারের কোন সদস্যের কিডনি রোগ থাকলে নিজের কিডনি পরীক্ষা করার পাশাপাশি বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষাও করা উচিত। এসবের মাধ্যমে কিডনির সার্বিক অবস্থা জানা সম্ভব। প্রাথমিক অবস্থায় কিডনি রোগ ধরা পড়লে তা নিরাময়যোগ্য। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে চমেক হাসপাতালের কিডনি বিভাগ। কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কিডনি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দীপ্তি চৌধুরী, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক হাফিজুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, শিশু কিডনি বিভাগের প্রধান ডা. ইমরুল কায়েস। অনুষ্ঠানের শুরুতে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের সভাপতি ও বিএসএমএমইউ’র কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল আলম। কিডনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মেরিনা আরজুমান্দের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. মাহতাব-উল-ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শফিউল হায়দার চৌধুরী। অন্যান্যের মাঝে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, ডেন্টাল ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আকরাম পারভেজ, নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাসানুজ্জামান, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, গ্যাস্ট্রোএন্টালোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এরশাদ আহমেদ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুর সাত্তার, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. প্রনয় কুমার দত্ত, রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুখেশ দত্ত, কিডনি বিভাগের রেজিস্ট্রার বিপ্লব কুমার বড়ুয়া প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।