নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আজাদী ডেস্ক | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের জেলা-উপজেলায় পালন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা-স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন, র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। সবচেয়ে বড় প্রয়োজন পূর্ব প্রস্তুতি।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্মৃতি সৌধ মাঠে ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন করা হয়। এ সময় ভুমিকম্পের সময় লোকজনকে কিভাবে উদ্ধার করা হয়, বিধ্বস্ত ভবন থেকে লোকজনকে উদ্ধার করা, ফায়ার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো, গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারন, নির্বাপক করার প্রদ্ধতি ও কুড়ে ঘরে আগুন লাগলে নেভানোর পদ্ধতি প্রদর্শন এবং মৌলিক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়ন সমন্বয়কারী ও দক্ষিণ জেলা আ.লীগের সদস্য বিজন চক্রবর্ত্তী, সহকারী কমিশনার (ভুমি) রাজিব হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন মজুমদার, সমবায় কর্মকর্তা মো. রাসেল হোসেন ছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও সিপিপি কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) সদস্য ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে প্রথমে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে সিপিপি সদস্যদের অংশগ্রহণে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। পরে মহড়ায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিপিপির চট্টগ্রামের উপ-পরিচিালক হাফেজ আহমদ। সিপিপির সহকারি পরিচালক সাইফুল ইসলামের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন শেখ মুজতবা আলী চৌধুরী মিলু, মিশু, এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ওমর ফারুক, জিল্লুল করিম শরীফি, কল্যাণ বড়ুয়া, হামিদ উল্লাহ, মিজান সিকদার প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন প্রমুখ।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বান্দরবানে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডা. মো. শেখ ছাদেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজি, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন দপ্তর এ উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক ও চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের নেতৃত্বে র‌্যালিটি পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, কেশব কুমার বড়ুয়া, প্রকৌশলী এহসানুল হক প্রমুখ। পরে নাঙলমোড়া ও বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ ও প্রতি পরিবারে ৩০ কেজি করে চালের ডিও বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি ভর করেছে
পরবর্তী নিবন্ধকাল কচুখাইন দরবারে ওরশ